ফুটবলের বিস্তৃতি আরও বাড়াতে চেষ্টার কমতি নেই ফিফা থেকে শুরু করে আঞ্চলিক সংস্থাগুলোর। সেপথে এবার যোগ দিলো এশিয়ান ফুটবল করফেডারেশন (এএফসি)। নারীদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের চালুর পাশাপাশি ছেলেদের টুর্নামেন্ট দু’টি থেকে বাড়িয়ে করা হলো তিনটি। কিন্তু এর মধ্যেও দেশের ক্লাব ফুটবলের জন্য দু:সংবাদ। সুযোগ কমিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের জন্য।
নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাওয়া এশিয়ান ক্লাব ফুটবলে ছেলেদের জন্য সর্বশেষ ছিলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ। এবার একটি টুর্নামেন্ট বাড়িয়ে নতুন করে নামকরণ করা হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ও এএফসি চ্যালেঞ্জ লিগ।
থাইল্যান্ডের ব্যাংককে গতকাল এএফসির ৩৪তম কংগ্রেসে (বার্ষিক সাধারণ সভা) প্রস্তাবিত নতুন এই ফর্মেট অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ এতোদিন ক্লাব পর্যায়ে দ্বিতীয় স্তর ‘এএফসি কাপে’ খেলতো। এবার খেলতে হবে তৃতীয় স্তর এএফসি চ্যালেঞ্জ লিগে।
এর আগে এএফসি কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা সরাসরি খেলতো। আর অন্য একটি দল (লিগ রানার আপ বা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন) খেলতো প্লে-অফ ম্যাচ।
এখন থেকে এএফসি’র নতুন প্রতিযোগিতার ফরম্যাটে বাংলাদেশের একটিমাত্র ক্লাব এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাবে, তাও আবার সরাসরি গ্রুপ পর্বে নয়, শুরু করতে হবে প্লে-অফ পর্ব দিয়ে। বসুন্ধরা লিগ চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবে তারাই চ্যালেঞ্জ লিগে খেলবে। মূলপর্বে খেলতে হলে বসুন্ধরা কিংসকে প্লে-অফ পার হয়েই সেখানে যেতে হবে।
আগামী জুলাই মাসের শেষে এবং আগস্টের শুরুতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ। সেই প্লে-অফ এক লেগেই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বসুন্ধরা কিংস প্লে-অফের কোন পর্বে অংশ নিবে সেই বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিংবা বসুন্ধরা কিংস কেউই এখনও নিশ্চিত হতে পারেনি।
উল্লেখ্য, চ্যালেঞ্জ লিগের মূলপর্বের লড়াই হবে ২০ দল নিয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















