শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে গেছে সাবেক চ্যাম্পিয়ন এসি মিলান। তবে শুক্রবার রাতে সেরি আতে দারুণ এক জয় পেয়েছে দলটি। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে উদিনিসকে ৪-০ গোলে হারিয়েছে। রাফায়েল লিয়াও, থিও হারনান্দেজ, পাভলোভিচ ও তিজানি গোল চারটি করেছেন। উভয়ার্ধে দুটো করে গোল পায় এসি মিলান। এ জয়ের মাঝ দিয়ে দীর্ঘ প্রায় এক মাসে প্রথম জয়ের মুখ দেখলো এসি মিলান।
এ জয়ের ফলে এসি মিলান ৩২ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট সংগ্রহ তাদের। পয়েন্ট টেবিলে নবম স্থানে তারা।
নিজেদের মাঠের খেলায় প্রথমার্ধে উদিনিজ ভালোই লড়াই করেছিল। তারা বেশ ভালোভাবে রুখে দিয়েছিল। কিন্তু হঠাৎ এক ঝড়ে তাদের সব প্রতিরোধ ভেসে যায়। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল পায় এসি মিলান। লিয়াও ৪২ মিনিটে এবং পাভালোভিচ ৪৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে লম্বা একটা সময় তারা আর গোলের দেখা পায়নি। শেষ দিকে আবার স্বল্প সময়ের ব্যবধানে জোড়া গোল পায় দলটি।
আগামী ২৩ এপ্রিল কোপা ইতালিয়ায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে এসি মিলান। প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। ইতালিয়ান কাপ জয়ী দল সরাসরি ইউরোপা লিগে খেলবে।