ইতালি লিগে নাটকীয় জয় পেয়েছে এসি মিলান। শনিবার অ্যাওয়ে ম্যাচে তারা ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন তিজানি। ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন তিনি।
ভেরোনার বিপক্ষে এ জয়ের ফলে সপ্তম স্থানে উঠে এসেছে। ১৬ ম্যাচ থেকে এটা তাদের সপ্তম জয়, পয়েন্ট ২৬। অন্যদিকে ভেরোনা এখানো তলানিতে পড়ে রয়েছে। ১৭ ম্যাচে তাদের ১৫।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও উভয় দলই গোলের একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। বিশেষ করে স্বাগতিক দল একের পর এক সুযোগ হারিয়ে সমর্থকদের হতাশ করে। বিপরীতে স্বাগতিক দলকে হতাশ করে দ্বিতীয়ার্ধের শুরুতে এসি মিলান গোল পেয়ে যায়। ব্যবধান গড়ার পর এসি মিলান রক্ষণাত্মক হয়ে যায়। নিজেদের বল দেওয়া নেওয়া করে তারা শেষ বাঁশি বাজার অপেক্ষায় থাকে।
ভেরোনার বিপক্ষে এ জয় এসি মিলান সমর্থকদের জন্য দারুণ এক মুক্তি এনেছে। ম্যাচের পর ম্যাচ হেরে মিলান সমর্থকরা হতাশায় ডুবে যাচ্ছিল। গত পাঁচ ম্যাচে মাত্র একটা জয় পেয়েছিল তারা।