স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল রাত ছিল তরুণ এক প্রতিভার ঝলক দেখার রাত। চ্যাম্পিয়নস লিগে চেলসির মুখোমুখি বার্সেলোনা ,আর সেই মহারণকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মাত্র ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বিস্ময় এস্তেভাও। তাঁর দুর্দান্ত গোল এবং দারুণ পারফরম্যান্সে মাতোয়ারা হয়ে ওঠে গ্যালারি। ১০ জনের বার্সেলোনাকে ৩–০ গোলে হারিয়ে বড় জয় তুলে নেয় চেলসি। তবে এত উজ্জ্বল নৈপুণ্যের পরও কোচ এনজো মারেস্কা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ,এস্তেভাওকে এখনই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা ঠিক হবে না।
ম্যাচ শুরুর আগে থেকেই নজর ছিল দুই কিশোর প্রতিভা, চেলসির এস্তেভাও এবং বার্সার লামিনে ইয়ামালের লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত আলো নিজের করে নেন তরুণ ব্রাজিলিয়ানই। দ্বিতীয়ার্ধের শুরুতেই দক্ষ ড্রিবলিংয়ের পর নিখুঁত ফিনিশে দলের দ্বিতীয় গোলটি করে জানান দেন নিজের সম্ভাবনার।
তবে তুলনার প্রসঙ্গ উঠতেই মারেস্কা সাবধানী সুরে বলেন,
‘এস্তেভাও চমৎকার খেলেছে, কিন্তু তাকে মেসি বা রোনালদোর সঙ্গে তুলনা করা তার বয়সের জন্য অযথা চাপ তৈরি করবে। সে এখনো অনেক তরুণ। ওদের উচিত খেলা উপভোগ করা, স্বাভাবিকভাবে বড় হওয়া।’
এস্তেভাওকে নিয়ে প্রত্যাশা বাড়লেও চেলসি কোচ জানালেন, তাঁকে ধীরে ধীরে এগিয়ে নেওয়াই হবে মূল লক্ষ্য। দলে পেদ্রো নেতোর মতো প্রতিদ্বন্দ্বী থাকায় পরিকল্পনার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
মারেস্কার ভাষ্য
‘সবকিছু নির্ভর করে ম্যাচ প্ল্যানের ওপর। আজ তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি কারণ ম্যাচটি কঠিন ছিল। কিন্তু প্রতিটি ম্যাচে একাদশ নির্ধারিত হবে কৌশলের ভিত্তিতে। সময় এলে এস্তেভাও আরও অনেক ম্যাচ খেলবে, সে সত্যিই অসাধারণ।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















