ওয়েলসকে উড়িয়ে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সোমবার রাতে তারা ৬-১ গোলে জয় পেয়ে ‘ডি’ গ্রুপে রানার্স আপ দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গ্রুপে ফ্রান্স হয়েছে চ্যাম্পিয়ন। তিন ম্যাচের তিনটিতে জয় তাদের। শেষ ম্যাচে তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে।
ইংল্যান্ডের হয়ে এ ম্যাচে গোল পেয়েছে জর্জ স্ট্যানওয়ে, ইলা টুনে, লরেন হেম্প, অ্যালিসিয়া রুশো, বেথ মিড ও অ্যাগনেস বিভার জোনস।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে সুইডেনের। ‘সি’ গ্রুপে শতভাগ জয় নিয়ে সুইডেন দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গ্রুপে দ্বিতীয় হওয়ায় ইংল্যান্ডের শিবিরে স্বস্তি বয়ে যাচ্ছে। কেননা তারা যদি সুইডেনের বাধা পার হয়ে সেমিফাইনালে উঠতে পারে তাহলে সেখানে শক্তিশালী স্পেনকে এড়িয়ে যেতে পারবে।
ওয়েলসের জন্য ইংল্যান্ড সবসময় এক কঠিন প্রতিপক্ষ। অন্য কথায় ইংল্যান্ডের জন্য ওয়েলস সহজ প্রতিপক্ষ। তাইতো ম্যাচের শুরু থেকেই তারা গোল উৎসবে মেতে ওঠে। প্রথমার্ধে চার গোলের দেখা পায় দলটি। এবার নিয়ে ওয়েলসের বিপক্ষে ১১ ম্যাচের দশটিতে জয় পেল ইংল্যান্ড। ওয়েলসের সবচেয়ে ভালো ফল ছিল ২০১৮ সালে। সেবার তারা ড্র করেছিল।
