লা লিগায় মঙ্গলবার রাতে মায়োর্কাকে হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে বার্সেলোনা। নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে বার্সেলোনা ১-০ গোলে জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোলটি করেন দানি ওলমো।
এ জয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৩২ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। বার্সেলোনার আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। এর মাঝে চারটিতে জয় পেলেই তাদের শিরোপা জয় নিশ্চিত হবে।
আগামী শনিবার কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সে কারণে এ ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ফলে শক্তির একটু ঘাটতি ছিল বার্সেলোনার। তার পাশাপাশি মায়োর্কার গোলরক্ষক এদিন যেন তার সেরা খেলাটা উপহার দিয়েছেন। বিশেষ করে বার্সেলোনার টিনএজার লামিনে ইয়ামালকে একাধিকবার গোল থেকে বঞ্চিত করেছেন। অন্তত তিনবার লামিনেকে হতাশ করেছেন তিনি।
ফলে বার্সেলোনার জন্য গোল পাওয়া কঠিন হয়ে পড়েছিল। প্রথমার্ধে মায়োর্কার গোলরক্ষক লিও রোমান একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মায়োর্কার একটা ভুল বার্সেলোনাকে পুরো পয়েন্ট পেতে সহায়তা করে। মায়োর্কার ডিফেন্ডারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ওলমো গোলটি করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















