ওলমোর জোড়া গোলে জম্মদিনে আবার শীর্ষে বার্সেলোনা

লা লিগা

গোলের পর বার্সেলোনার খেলোয়াড়দের উৎসব

বার্সেলোনার জম্মদিনের উৎসবে পানি ঢালার সব ব্যবস্থা করেছিলেন পাবলো ইবানেজ। তার করা গোলে লা লিগায় ম্যাচের প্রথম মিনিটেই আলাভেজের বিপক্ষে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত অবশ্য জম্মদিনের উৎসবটা আনন্দেই কেটেছে বার্সা সমর্থর্কদের। দানি আলমোর জোড়া গোলের পাশাপাশি লামিনে ইয়ামালের এক গোলের সুবাদে ৩-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।

লিগে বার্সেলোনার এটা টানা চতুর্থ জয়। এ জয়ে বার্সেলোনা আবার পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে। তবে তা হতে পারে স্বল্প সময়ের জন্য। কেননা এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আবার হারানো স্থান উদ্ধারের জন্য বার্সেলোনার ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলে চলেছে। ১৩ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৩২ পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৪।

গত সপ্তাহটা ভালো কাটেনি বার্সেলোনার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে বিধ্বস্থ হয় তারা। সেই ধাক্কাটা আর নাজুক হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। পাবলো ইবানেজ প্রথম মিনিটেই গোল বার্সেলোনা সমর্থকদের স্তদ্ধ করে দিয়েছিল। তবে নিজেদের মাঠের খেলায় খুব বেশি সময় এ গোলের ভার বয়ে বেড়াতে হয়নি বার্সেলোনাকে। অষ্টম মিনিটে লামিয়ে ইয়ামালের গোলের সুবাদে তারা খেলায় ফিরে আসে।

২৬ মিনিটে দানি ওলমো স্কোরশিটে নাম লেখান। তার সুবাদে বার্সেলোনা সমর্থকর কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। তবে ইনজুরি সময়ের আগ পর্যন্ত সেই স্বস্তিতে উদ্বেগের অভাব ছিল না। ৯৩ মিনিটে ওলমোর দ্বিতীয় গোলে বার্সেলোনা সত্যিকারভাবে স্বস্তি পায় এবং তিন পয়েন্ট নিশ্চিত হয়।

ওলমোর এ গোলের কিছু সময় আগে ইয়ামাল গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সুযোগ পেয়েছিলেন রবার্ট লেফানদোভস্কিও। তিনিও লক্ষ্য খুঁজে পাননি।

Exit mobile version