আন্তর্জাতিক ফুটবলের কারণে ক্লাব ফুটবল বন্ধ। তবে ব্যতিক্রম লা লিগার বার্সেলোনা। গত বৃহষ্পতিবার রাতে তারা মাঠে নেমেছিল এবং স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে তারা। নিজেদের মাঠের খেলায় ৩-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। ফেরান টরেস, দানি ওলমো ও রবার্ট লেফানদোভস্কি গোল তিনটি করেছেন।
এ জয়ের ফলে বার্সেলোনা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সংহত করেছে। ২৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। এ জয়ের মাঝ দিয়ে তারা সব ধরণের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। ৫৮ রান নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
গত ডিসেম্বর থেকে অপরাজিত বার্সেলোনা। ইউরো অঞ্চলের শীর্ষ পাঁচ লিগে ২০২৫ সালে একমাত্র অপরাজিত দল বার্সেলোনা।
ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার এ ম্যাচটি গত ৮ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়া মারা যাওয়ায় ম্যাচটি বাতিল করা হয়।