টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ স্বপ্নভঙ্গ
দূর্ভাগ্য নাইজেরিয়ার। আফ্রিকার সুপার ঈগলখ্যাত নাইজেরিয়া ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে না। রবিবার রাতে আফ্রিকান অঞ্চলের প্লে অফের চূড়ান্ত পর্বে কঙ্গোর কাছে হারে, বিশ্বকাপ স্বপ্নভঙ্গ নাইজেরিয়ার দলের। আর এতে বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে দলটির। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো দলটি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে যায় নাইজেরিয়া।
ম্যাচের শুরুতেই ফ্রাঙ্ক ওনিয়েকা গোল করে নাইজেরিয়াকে এগিয়ে নিয়েছিলেন। তৃতীয় মিনিটে তার করা গোল আফ্রিকার সুপার ঈগলদের আশাবাদী করে তুলেছিল। কিন্তু ৩২ মিনিটে মেশাক ইলা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এই ধাক্কা নাইজেরিয়া আর সামাল দিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে কোনো দল আর গোল পায়নি। অতিরিক্ত সময়ের খেলায়ও ব্যবধান বাড়েনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর সেখানে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবতে হয়। এ জয়ের ফলে ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেল কঙ্গো। আর নাইজেরিয়া ২০০৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো।
আফ্রিকা অঞ্চল থেকে এর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















