নানা গুঞ্জনের পর ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ। ইংলিশ ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে বিক্রি করছে চড়া দামে। অর্থাত আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তিটা ৯৫ মিলিয়ন ইউরোর। যা বাংলাদেশের প্রায় ১২২০ কোটি টাকা।
এর আগে ২০২২ সালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১৪ মিলিয়ন ইউরোর চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেজ। সেটি ছিল বছরের শুরুতে জানুয়ারি মাসে। আর ডিসেম্বরে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দেশের বিশ্বজয়ে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি।
এর আগে কিছুদিনের জন্য রিভারপ্লেটে ধারে ফিরেছিলেন। সিটিতে ফিরে দুই মৌসুমে গোল করেছেন ৩৬টি। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন সিটির হয়ে। সবশেষ জিতলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















