কনকাকাফ গোল্ড কাপের সেমিতে যুক্তরাষ্ট্র

গোল আনন্দ

টাইব্রেকারে কোস্টারিকাকে ৪-৩ গালে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।

দুর্ভাগ্য কোস্টারিকার। ম্যাচে এগিয়ে থেকেও তারা জয় পায়নি। দ্বাদশ মিনিটে ফ্রান্সিসকো কালভো পেনাল্টি থেকে গোল করে কোস্টারিকাকে এগিয়ে নিয়েছিল। কিন্তু বিরতির আগে ও পরে তাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। আর সে ঝড়ে যুক্তরাষ্ট্র দারুণভাবে খেলায় ঘুরে দাঁড়ায়। ডিয়াগো লুনা ৪৩ মিনিটে এবং ম্যাক্স আর্ফস্টেন ৪৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন।

৭৩ মিনিটে অ্যালোনসো মার্টিনেজ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ম্যাচে আর গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।

যুক্তরাষ্ট্রে সেমিফাইনালে গুয়াতেমালার মুখোমুখি হবে। মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে গুয়াতেমালা সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। অন্য সেমিফাইনালে খেলবে মেক্সিকো ও হন্ডরাস।

যুক্তরাষ্ট্র এবার নিয়ে গোল্ড কাপে ১৮ বারের মধ্যে ১৭বার সেমিফাইনালে উঠেছে। এর মধ্যে ২০০০ সাল থেকে টানা ১৩বার সেমিফাইনালে উঠেছে। সর্বশেষ ২০০০ সালে তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। সেবার তারা কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল।

Exit mobile version