সৌদি প্রো লিগে করিম বেনজামার কাছে হেরে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল বুধবার রাতে সৌদি প্রো লিগ নিজেদের মাঠের খেলায় রোনালদোর দল আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। ম্যাচে বেনজেমা গোলের দেখা পেলেও রোনালদো গোল করতে পারেননি।
আগেই লিগ জয়ের পথটা কঠিন ছিল আল নাসরের। গতরাতের এই হার তাদের সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে বললেই চলে। বর্তমানে আল নাসর ৩০ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৭১।
ম্যাচে জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল আল নাসর। নিজেদের মাঠের খেলায় এক পর্যায়ে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। সাদিও মানে ও আইমান ইয়াইয়া যথাক্রমে ৩ ও ৩৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু বিরতির পর আল ইত্তিহাদ চমক দেখায়। একের পর এক গোল করে তারা আল নাসরের মুখের গ্রাস কেড়ে নেয়।
করিম বেনজামা ৪৯ মিনিটে গোল করে ব্যবধান কমানোর পর কান্তে ৫২ মিনিটে সমতাসূচক গোল করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে আর নাসরকে হতাশায় ডোবনা হোশেম আউর। ৯৪ মিনিটে গোল করে আল ইত্তিহাদকে ৩-২ গোলে জয় এনে দেন।
ম্যাচে ছিল কার্ডের ছড়াছাড়ি। উভয় দলের একাধিক খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। একটা লাল কার্ড দেখেছে বেনজেমার দল।৯৭ মিনিটে মোসা দিয়াবি লাল কার্ড দেখে বহিস্কৃত হন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















