বিশ্ব ফুটবলে খারাপ সময় থেকে বের হতেই পারছে না ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লজ্জায় ডুবেছে তারা। ১-০ গোলে হেরেছে কলাম্বিয়ার কাছে। এই হার অবশ্য ব্রাজিলকে লক্ষ্যচু্্যত করতে পারেনি। ঠিকই দলটি পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে।
এদিকে একই দিনে আর্জেন্টিনা ড্র করেছে। তারা ইকুয়েডরের সঙ্গে গোলশূন্যভাবে খেলা শেষ করেছে। এই ড্রতে আর্জেন্টিনা ৪ খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। কলাম্বিয়া ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাজিল ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে। গ্রুপ পর্বে কলাম্বিয়া ও আর্জেন্টিনা অপরাজিত দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দশটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপ থেকে উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে কলাম্বিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল পরবর্তী রাউন্ডে উঠেছে। দ্বিতীয় রাউন্ডে উঠে আসা ছয়টি দল প্রতি দলের বিপক্ষে খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ চারটি দল সরাসরি অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। চিলি স্বাগতিক হিসেবে চূড়ান্ত পর্বে খেলবে।
ছয়টি দল আগামী ৪ ফেব্রুয়ারি মাঠে নামবে। প্রথম দিনে উরুগুয়ে ব্রাজিলকে, প্যারাগুয়ে কলাম্বিয়াকে এবং চিলি আর্জেন্টিনার মুখোমুখি হবে।
