আগের দিন রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুযোগটা করে দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। রবিবার রাতে নিজেদের মাঠের খেলায় সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। ২-১ গোলে জয় পেয়েছে। জুলেস কাউন্দে এবং রবার্ট লেফানোভস্কি গোল করেছেন।
এ জয়ের ফলে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীষে উঠে এসেছে। অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। তবে কেন নিরাপদ নয়, ভিয়ারিয়াল উভয় দলের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলে চলেছে। ৭ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৬।
তবে বার্সেলোনার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার পথটা মোটেও মৃসণ ছিল না। ৩১ মিনিটে তাদের চমকে দিয়ে রিয়াল সোসিয়েদাদকে এগিয়ে নিয়েছিলেন আলভারো ওদরিওজোলা। তবে প্রথমার্ধেই বার্সেলোনা ম্যাচে ফিরে আসে। বিরতির দুই মিনিট আগে কাউন্দে গোল করেন। বিরতির পরপরই লেফানদোভস্কি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এদিন অনুষ্ঠিত অন্য এক ম্যাচে এলচে একই ব্যবধানে সেল্টা ভিগোকে হারিয়েছে। এছাড়া সেভিয়া ১-০ গোলে রায়ো ভায়েকানোকে এবং ভিয়ারিয়াল একই ব্যবধানে হারায় আথলেটিক ক্লাবকে।
