কাতারে বসুন্ধরা কিংসের নতুন চমক-আজই মাঠে নামতে পারেন কিউবা মিচেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ পেতে পারে এক নতুন মুখ। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কিউবা মিচেলের অভিষেক হতে পারে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের মঞ্চেই। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে কাতারের দোহায় সিরিয়ার আল আলকারামাহর বিপক্ষে নামবে কিংসরা, আর তাতেই দেখা যেতে পারে ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারকে।

গত জুলাইয়ের শেষ দিকে সবার অজান্তেই বড় চমক তৈরি করে কিংস-ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব–২১ দলে খেলা কিউবাকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়ে নেয় তারা। দীর্ঘ যাত্রা শেষে ১০ আগস্ট সকালে ইংল্যান্ড থেকে দোহায় পৌঁছে সেদিন রাতেই প্রথম অনুশীলনে নেমে পড়েন তিনি।

২৮ জুলাই ছিল সেই ঘোষণার আনুষ্ঠানিক দিন, যখন ক্লাব জানায়—কিউবা শুধু চ্যালেঞ্জ লিগেই নয়, পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তাদের হয়ে খেলবেন। একই সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ এবং জাতীয় দলের সম্ভাব্য সদস্য হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।

আজ শুধু কিংস নয়, বাংলাদেশের আরেক দল আবাহনী লিমিটেডও মাঠে নামবে। আজ বিকেল ৫টায় বাংলাদেশের আরেক দল আবাহনীও মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মোরাস ইউনাইটেড। অন্যদিকে কিংসের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। বসুন্ধরার খেলোয়াড়দের দলীয় অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সেখানেও কিউবার ছবি দেখতে পাওয়া যায়। কাতারের সবুজ গ্যালারিতে হয়তো প্রথমবারের মতো গর্জে উঠবে ‘কিউবা! কিউবা!’ ধ্বনি।

Exit mobile version