কাতার এয়ারওয়েজের সঙ্গে ফিফার সম্পর্ক বেশ আত্মিক। ২০২২ সালে কাতার বিশ্বকাপ এই সম্পর্ককে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সঙ্গে কাতার এয়ার ওয়েজের সম্পর্ক এবার আরো দৃঢ় করার ব্যবস্থা হয়েছে। দুই সংস্থার মধ্যে চুক্তির মেয়াদ বেড়ে ২০৩০ সাল পর্যন্ত হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং জয়েন্ট কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মেদ আল মীর চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন এই চুক্তি ফিফার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট বিশেষ করে ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ, ২০২৭ সলের নারী বিশ্বকাপ ফুটবল, ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপের পাশাপাশি ছেলে ও মেয়েদের অন্যান্য টুর্নামন্টে অন্তর্ভূক্ত থাকবে।
২০১৭ সাল থেকে ফিফার সঙ্গে কাতার এয়ারওয়েজ অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। নতুন এই চুক্তি বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চুক্তি অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট বলেন, কাতার এয়ারওয়েজ এবং ফিফার সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। কাতার এয়ার ওয়েজের সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর। ফিফার অনেক সাফল্যের সঙ্গে তারা জড়িয়ে রয়েছে। আমি কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মেদ আল মীর এবং কাতার এয়ার ওয়েজের সব কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাচ্ছি। কাতার বিশ্বকাপের এক বছর পর আমরা আবার উৎসব করার জন্য এখানে উপস্থিত হয়েছি।
কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মেদ আল মীর বলেন, বিশ্বব্যাপী ফিফার এয়ারলাইন অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বব্যাপী লাখ লাখ ফুটবল সমর্থকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন মহাদেশে থাকা দর্শকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে ফুটবলের অবদান অনস্বীকার্য। এই বিশাল জার্নিতে আমরা অংশীদার হতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। ভবিষ্যতে আসন্ন টুর্নামেন্টের জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। একই সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফুটবল সমর্থকদের জন্য অবিষ্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য অপেক্ষায় থাকছি।