কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে রাউন্ড ওয়ানের ফিরতি লেগে কানসাস সিটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছে ইন্টার মায়ামি। উভয় লেগ মিলে মায়ামির জয় ৪-১ গোলে। প্রথম লেগে মায়ামি ১-০ গোলে জয় পেয়েছিল।
ফিরতি লেগের ম্যাচে লিওনেল মেসি, সুয়ারেজ ও অ্যালেন্ডে গোল করেন। তিনটি গোলই হয় প্রথমার্ধে। ১৯ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন লিওনেল মেসি। নিজেদের মাঠের খেলায় মেসির এ গোলের সঙ্গে সঙ্গে মায়ামির শেষ ষোলেতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে কানসাসের বিদায়। কেননা এ অবস্থায় কানসাস সিটিকে শেষ ষোলোতে যেতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে জয় পেতে হতো। কিন্তু কানসাস সিটিকে অতটা কষ্টের পথে যেতে হয়নি। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরো দুই গোল হজম করে কানসাস সিটি।
শেষ ষোলোতে ইন্টার মায়ামি মুখোমুখি হবে কাভালিয়েরের। আগামী ৬ মার্চ প্রথম লেগের খেলা। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ।