কারাবাও কাপের সেমিতে লিভারপুল

ওয়েস্টহামকে উড়িয়ে কারাবাও কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। বুধবার নিজেদের মাঠে  ৫-১ গোলে হারায় অলরেডরা। এই জয়ে রেকর্ড ১৯ বার কারাবাও কাপের শেষ চারে খেলতে যাচ্ছে লিভারপুল।

লিভারপুলের এ বিশাল জয়ের নেপথ্যে ছিল ২০ মিনিটের এক ঝড়। শেষ সময়ের ২০ মিনিটের ওই ঝড়ে তিন গোল করে দলটি।

বড় ধরণের এক হতাশা নিয়ে এ ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল। গত রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা গোল শূন্য ড্র করেছিল। বুধবারের রাতটা তাদের জন্য আরও হতাশা বইয়ে আনতে পারতো। কেননা বড় জয় পেলেও তারা শুরুতে একের পর এক সুযোগ নষ্ট করেছে, যা তাদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছিল।

২৮ মিনিটে ডোমিনিক সোবোসলাই গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। এ অর্ধে আর কোনো গোল পায়নি তারা। শুধু তাই নয়, দ্বিতীয় গোলের জন্য ৫৬তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কার্টিস জোনস দ্বিতীয় গোল করেন। ম্যাচের সর্বশেষ গোলটিও করেন তিনি। এর মাঝে ৭১ মিনিটে কোডি গাপকো এবং মোহাম্মদ সালাহ স্কোরশিটে নাম লেখান।

সেমিফাইনালে লিভারপুল খেলবে ফুলহামের বিপক্ষে। আগামী বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্য সেমিফাইনালে চেলসি ও মিডলসবরাহ মুখোমুখি হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Exit mobile version