আর্সেনালকে কাঁপিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে নিউক্যাসল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে তারা শিরোপা প্রত্যাশী আর্সেনালকে ২-০ গোলে হারায়। আলেক্সান্ডার ইসাক ও অ্যান্থনি গর্ডন করেন গোল।
ইমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিরতির কয়েক মিনিট আগে ও পরে গোল দুটি পায় নিউক্যাসল। ৩৭ মিনিটে আলেক্সান্ডার ইসাক ও ৫১ মিনিটে অ্যান্থনি গর্ডন গোল করেন। দুর্ভাগ্য আর্সেনালের। একাধিক সুযোগ তারা পেয়েছে। কিন্তু সে সব সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেলির একটা শট পোস্টে লেগে ফিরে আসে। কাই হাভের্টজের নষ্ট করেন দারুণ এক সুযোগ।
১৯৫৫ সালের পর থেকে নিউক্যাসল আর কোনো শিরোপার দেখা পায়নি। এবার কি হবে তা সময়ই বলে দেবে। তবে এ জয়ের মাঝ দিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা বড় এক বাধা পার হলো। সেমিফাইনালের দ্বিতীয় লেগ নিজেদের মাঠে হওয়ায় তারা অনেকটা এগিয়ে থাকবে।
নিউক্যাসলের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়বে এমনটা কল্পনাতেও আনেনি আর্সেনাল। কেননা হারের সঙ্গে তাদের অনেক দিনের দেখা নেই। সব ধরণের প্রতিযোগিতা মিলে গত ১৩ ম্যাচে তারা অপরাজিত ছিল। তবে এ ম্যাচে আর্সেনাল তাদের সেরা খেলা খেলতে পারেনি।
কারাবাও কাপের অন্য সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে টটেনহাম হস্পার ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আজ তারা সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মাঠে নামবে।