কারাবাও কাপ থেকে বিদায়ে হতাশ আর্সেনাল কোচ আর্তেতা

কারাবাও কাপ থেকে একে একে বিদায় নিয়েছে শীর্ষ ইংলিশ ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো উড়ছে আর্সেনাল। তবে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ওয়েস্ট হ্যামের কাছে ৩-১ গোলে হেরে ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো “গানার্স”-রা।

লন্ডন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটিতে ডেক্লান রাইস, বুকায়ো সাকা এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে বেঞ্চে রেখে শুরুর একাদশে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামেন আর্তেতা। পরিবর্তিত দলটি হতাশাজনক পারফরম্যান্স করায় পুরো দায় নিজের উপর নেন আর্সেনাল বস। ম্যাচ শেষে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা বলেছেন, “আমি খুবই হতাশ। এর জন্য আমিই দায়ী” ।

আর্তেতা বলেন, “আমি নিজেকে নিয়ে হতাশ। আমরা অন্যভাবে খেলতে চেয়েছিলাম এবং আমরা তা করতে পারিনি। যতবারই আমরা হারি, ততবারই কষ্ট লাগে”
তিনি আরো বলেন, “আমরা কাপের বাইরে চলে এসেছি, আমরা খুব আলাদা খেলা খেলতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম। “

এই জয়ে টানা তৃতীয় মৌসুমে ইংল্যান্ড ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়েস্ট হ্যাম। নক্ আউট ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে তাঁরা।

Exit mobile version