ঘরোয়া লিগে উড়ছে লিভারপুল। শিরোপা প্রত্যাশী দলটি পয়েন্ট টেবিলে প্রতিপক্ষ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। তবে কারাবাও কাপে বড় ধাক্কা হজম করতে হয়েছে দলটিকে। বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে টটেনহাম হস্পারের কাছে হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১-০ গোলে হেরেছে। টটেনহামের হয়ে মূল্যবান এ গোলটি করেন লুকাস বার্গভাল।
গত বছর চেলসিকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জয় করেছিল লিভারপুল। এবারও তারা শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল। অন্তত বর্তমান সময়ের পারফরম্যান্স তেমনই ইঙ্গিত দিচ্ছিল। সব ধরণের প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচ অপরাজিত তারা। এমন একটা দলকে কারাবাও কাপ থেকে বিদায় করে দিয়েছে টটেনহাম। আর গোলটি করেছেন ১৮ বছর বয়সী সুইডিশ খেলোয়াড় বার্গভাল। টটেনহামের হয়ে এটা তার প্রথম গোল।
দুই দলের পার্থক্য অনুযায়ী লিভারপুলের জন্য টটেনহামকে উড়িয়ে দেওয়াটাই স্বাভাবিক বিষয় ছিল। কেননা বড়দিনের আগে দল দুটির লিগ লড়াইয়ে মুখোমুখি ফল টটেনহামের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। ৬-৩ গোলে জয় পেয়েছিল লিভারপুল। কিন্তু এ ম্যাচে আধিপত্য বিস্তার করতে লিভারপুলকে লম্বা সময় ব্যয় করতে হয়েছে। তারপরও কাঙ্খিত সেই সাফল্য আসেনি।
এ জয়ের মাঝ দিয়ে টটেনহাম লিগ লড়াইয়ে হারের প্রতিশোধটা নিয়ে নিল। সে সঙ্গে বার্গভাল নিজের যোগ্যতারও প্রমাণ দিয়েছেন। একটা কীর্তিও গড়েছেন তিনি। ২০০৭ সালে গারেথ বেল গোল করে লিগ কাপের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েছিলেন। বার্গভাল সেই রেকর্ড নিজের করে নিয়েছেন।