কার্ড জটিলতায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাহমিদুল

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চার ম্যাচে মোট নয়টি হলুদ কার্ড দেখেছে দলটি—গড়ে ম্যাচপ্রতি দুইয়ের বেশি। এর মধ্যে দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বাইলজ অনুযায়ী, কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে খেলার অযোগ্য হয়ে যান। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই প্রথম কার্ড দেখেছিলেন ফাহমিদুল। এরপর গতকাল (মঙ্গলবার) হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি কার্ড পেয়ে ভারতের বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন তিনি।

২৫ মার্চ ভারতের বিপক্ষে বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশের দুই ফুটবলার হৃদয় ও মজিবুর রহমান জনি কার্ড দেখেছিলেন। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি চারটি কার্ড পেয়েছিল বাংলাদেশ—দুই ডিফেন্ডার শাকিল আহাদ তপু, তপু বর্মণ এবং দুই ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুল। পরবর্তীতে ৯ অক্টোবর ঢাকায় রাকিব হোসেন ও গতকাল হংকংয়ে ফাহমিদুল ও তারিক কার্ড দেখেছেন।

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে যারা ইতোমধ্যেই একটি করে কার্ড পেয়েছেন, তারা আবারও কার্ড দেখলে ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন না।

অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ভারতের বিপক্ষে ম্যাচের অনুশীলন ক্যাম্প। ফাহমিদুল কার্ড জটিলতায় না থাকায় তাকে প্রাথমিক স্কোয়াডে না রাখার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

তিন বছরের বেশি সময় ধরে দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ ক্যাবরেরা, কিন্তু উল্লেখযোগ্য কোনো সাফল্য এখনো আসেনি। এশিয়ান কাপে জায়গা না পাওয়ায় তাকে বরখাস্ত করার দাবি জোরালো হচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগেই ফেডারেশন কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version