অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ফ্রান্স। রবিবার রাতে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে তারা গোল বন্যায় ভাসিয়েছে নিউ ক্যালেডোনিয়াকে। লেবর্গনের হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলে হারিয়েছে তারা। এ জয়ে গ্রুপে তৃতীয় হয়ে ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে।
গ্রুপের অন্য এক ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হার সত্ত্বেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তিনটি দলেরই পয়েন্ট সমান, ৬। তবে গোল পার্থক্যে যুক্তরাষ্ট্র সবার উপরে। তারপর দক্ষিণ আফ্যিকা ও ফ্রান্স।
এদিকে ‘এফ’ গ্রুপের শেষ দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া-কলাম্বিয়া ও সৌদি আরব-নরওয়ে। দুটো ম্যাচই ড্র হয়েছে। নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলাম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আর সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করে নরওয়ে হয়েছে রানার্স আপ। নাইজেরিয়া তৃতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
মঙ্গলবার থেকে শুরু হবে নক আউট পর্বের খেলা। প্রথম দিনে চিলি মেক্সিকোর এবং স্পেন ইউক্রেনের মুখোমুখি হবে। পরের দিন চারটি ম্যাচ মাঠে গড়াবে। এ সব ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়ার, কলাম্বিয়া দক্ষিণ আফ্রিকার, প্যারাগুয়ে নরওয়ের ও জাপান ফ্রান্সের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















