কাসপারভের রেকর্ড ভেঙ্গে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ

দাবা খেলায় নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের গুকেশ ডোম্মারাজু। মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এর মাধ্যমে গ্যারি কাসপারভের ২২ বছর বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙ্গে দিয়েছেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে গুকেশ ডোম্মারাজু গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়েছেন। ১৩ রাউন্ড শেষে দুই দাবাড়ু সমতায় ছিলেন। শেষ রাউন্ডে এক মারাত্মক ভুল করে বসেন ডিং। আর তাতেই গুকেশের জয় নিশ্চিত হয়।

দ্বিতীয় ভারতীয় হিসেবে গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তার আগে বিশ্বনাথন আনন্দ ভারতের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। আনন্দ পাঁচবার তার এই খেতাব ধরে রেখেছিলেন।

শিরোপা জয়ের আনন্দে লড়াই শেষে আনন্দের কান্না কেঁদে দেন গুকেশ। তিনি বলেন, ১০ বছর ধরে এই মুহুর্তের স্বপ্ন দেখে আসছি আমি।

Exit mobile version