কিট-স্পন্সর পেলো জাতীয় ফুটবল দল

বাফুফের পক্ষে ফাহাদ করিম ও দৌড় পক্ষে আবিদ আলম চৌধুরী চুক্তিতে সই করেন।

প্রথমবারের মতো কিট স্পন্সর পেলো বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশীয় স্পোর্টস ওয়্যার প্রতিষ্ঠান ‘দৌড়’ এর সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দুই বছরের জন্য চুক্তি হয়েছে।

চুক্তির আওতায় আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় (পুরুষ ও নারী) ফুটবল দল এবং বয়স ভিত্তিক সকল দলের স্পোর্টস কিট স্পন্সর করবে দেশীয় স্পোর্টস ওয়্যার ব্রান্ড ‘দৌড়। অবশ্য এক বছর উভয় পক্ষই পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নিবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম ও দৌড় এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবিদ আলম চৌধুরী। এসময় বাফুফে নির্বাহী কমিট’র অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উভয় পক্ষের মথ্যে চুক্তি হওয়ার পরই অনুষ্ঠানস্থল ছেড়ে যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরে বাফুফে’র পক্ষে ফাহাদ করিম ও দৌড় এর সিইও আবিদ আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ফাহাদ করিম জানান, উভয় পক্ষই পণ্যের গুণগত মানের ওপর জোর দিয়েছে এবং এটাই হবে চুক্তির মূল বিষয়। ফাহাদ করিম আরও জানান, গত এক বছর মূল জাতীয় দলের পাশাপাশি বয়স ভিত্তিক দলগুলোর জন্য কিট বাবদ বাফুফে’র খরচ হয়েছে কোটি টাকার ওপর। ফলে ‘দৌড়’ সাথে চুক্তি’র ফলে এইখাতে বাফুফে’র আর কোন খরচ হচ্ছে না।

অবশ্য চুক্তি দুই বছরের জন্য হলেও এক বছর পর উভয় পক্ষই এটি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নিবে বলে জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে ফাহাদ করিম জানান, `মোট পাঁচটি প্রতিষ্ঠান জাতীয় দলের ‘কিট’ স্পন্সর করতে আগ্রহ প্রকাশ করেছিলো। এর মধ্যে তিনটি দেশীয় ও দু’টি দেশীয় প্রতিষ্ঠান। তবে বাফুফে’র চাওয়া ছিলো দেশীয় কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘দৌড়’ সবচেয়ে ভালো প্রস্তাব দিয়েছে।

Exit mobile version