পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন সাবেক বার্সেলোনা উইঙ্গার কারলেস পেরেজ। থেসালোনিকির রাস্তায় আচমকা আরেকটি কুকুর তার পোষা কুকুরটির ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই কুকুরের মারামারি থামাতে গিয়ে ভয়ানক এক ঘটনার শিকার হন পেরেজ। আগন্তুক কুকুরটি তার গোপনাঙ্গে কামড় বসায়। খবরটি প্রথম প্রকাশ করেছে গোল ডট কম।
২৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড এই মাসেই গেতাফে থেকে ধারে যোগ দিয়েছেন গ্রিসের ক্লাব আরিস থেসালোনিকিতে। সেখানকার একটি রাস্তায় হাঁটার সময়ই ঘটেছে দুর্ঘটনাটি। দ্রুতই হাসপাতালে ভর্তি হন পেরেজ, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
১০ জুলাই আরিসের সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর ১৭ জুলাই ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্বে আজারবাইজানের ক্লাব আরাজের বিপক্ষে অভিষেক ম্যাচও খেলে ফেলেন, যেখানে ২-১ গোলে হেরে যায় তার দল।
আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। আরিস থেসালোনিকির জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, পেরেজ এই ম্যাচে মাঠে নামতে পারছেন না। ক্লাবটি নিশ্চিত করেছে, কুকুরের কামড়ের কারণে তিনি থাকবেন না স্কোয়াডে।
২০১২ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন পেরেজ। বার্সা ‘বি’ দলের হয়ে ৫৫ ম্যাচে ১৩ গোল করার পর ২০১৮-১৯ মৌসুমে সিনিয়র দলে অভিষেক। সবশেষ ২০২০ সালে কাতালানদের জার্সিতে খেলেছেন তিনি। এরপর রোমা, সেল্টা ভিগো ও গেতাফেতে ধারে খেলেছেন।
বার্সার মূল দলে ১৩ ম্যাচে ২ গোল করেছেন তিনি। একটি লা লিগা শিরোপা রয়েছে তার ট্রফি কেবিনেটে। রোমার হয়ে জোসে মরিনিয়োর অধীনে ২০২১-২২ মৌসুমে জিতেছেন উয়েফা কনফারেন্স লিগের শিরোপা।
