নাটকীয় জয়ে জার্মান কাপের মিশন শুরু করেছে বায়ার্ন মিউনিখ। শেষ মুহুর্তে হ্যারি কেনের গোলে তারা ওয়াইজবাডেনকে হারিয়ে জয় পেয়েছে। ৩-২ গোলের জয়। হ্যারি কেন জোড়া গোল করেন।
সৌভাগ্য বলতে হবে বায়ার্ন মিউনিখের। একটা পর্যায়ে সহজ জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত পথ পারানোর শঙ্কা তৈরি করেছিল। শুরুতে হ্যারি কেন ও দ্বিতীয়ার্ধে মাইকেল ওলিসের গোলে তারা এগিয়ে ছিল। সহজ জয়টা তারা দেখতে পাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওয়াইজবাডেন চমক দেখায়। দলটির ফাতিহ কায়া মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন।
ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে হ্যারি কেন গোল করে দলকে জয় এনে দেন। এ গোল একদিকে যেমন বায়ার্নের জয় নিশ্চিত করে তেমনি হ্যারি কেনকে বড় ধরণের অস্বস্তি থেকে রেহাই দেয়। কেননা ৭৪ মিনিটে বায়ার্ন আরো একটা পেনাল্টি পেয়েছিল। কেন নিয়েছিলেন শট, কিন্তু সেবার তিনি গোল করতে পারেননি। ওয়াইজবাডেনের গোলরক্ষক ফ্লোরিয়ান স্ট্রিটজেল দারূন দক্ষতায় তার শট রুখে দেন।
তবে পেনাল্টি গোল থেকে কেন এ ম্যাচে গোলের সূচনা করেন। ১৬তম মিনিটে সাচা বোয়েকে ফাউল করলে বায়ার্ন মিউনিখ পেনাল্টি পায়। তা থেকে গোল করে কেন দলকে এগিয়ে নেন। এটা ছিল কেনের ত্রিশতম পেনাল্টি গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















