নিষেধাজ্ঞার ছায়া যেন কিছুতেই কাটছে না লিওনেল মেসির! কয়েকদিন আগেই মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার আরও একটি নিষেধাজ্ঞার খবর এল, তবে তা সরাসরি মেসির নয়, তার দেহরক্ষীর জন্য।
লিগস কাপের এক বিতর্কিত ঘটনার জেরে মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার রাতে ইন্টার মায়ামি ও অ্যাটলাসের মধ্যকার ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় মাঠে প্রবেশ করেন ইয়াসিন চুয়েকো, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
আটলাসের খেলোয়াড়রা এই অনুপ্রবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ম্যাচশেষে বিষয়টি শৃঙ্খলা কমিটির নজরে আনেন। এরপর তদন্ত করে লিগস কাপের শৃঙ্খলা কমিটি ইন্টার মায়ামির একজন সদস্যকে টুর্নামেন্টের বাকি অংশে যেকোনো ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
পরবর্তীতে ইএসপিএন নিশ্চিত করে, সেই সদস্য আর কেউ নন—মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। শৃঙ্খলা কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুলাইয়ের ম্যাচ শেষে চুয়েকো পরিচয়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং সেখানে নিয়মবহির্ভূত আচরণ করেন। এই ঘটনার জন্য ইন্টার মায়ামি ক্লাবকে অর্থদণ্ডও গুনতে হয়েছে, যদিও সেই অঙ্ক প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে আটলাসের ডিফেন্ডার দোরিয়া বলেন, “আমাদের পরিচালনা পর্ষদ যথাযথভাবে বিষয়টি দেখছে, আমি সেটা জানি। আমি বুঝি মেসিকে মাঠে ঢুকে পড়া ভক্তদের হাত থেকে রক্ষা করতেই তার দেহরক্ষী সেখানে থাকেন। কিন্তু মাঠের খেলোয়াড়দের ব্যাপারে তার কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই।”
