হঠাৎ করে পথ হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। একটা সময় হারতে ভুলে যাওয়া দলটি একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে চলেছে। একই অবস্থা দলের গোল মেশিন খ্যাত আর্লিং হালান্ডের। গোলের সঙ্গে যেন আড়ি হয়েছে তার।
ম্যানচেস্টার সিটি লিগে গত আট ম্যাচের ছয় ম্যাচে হেরেছে। বাকি দুই ম্যাচের একটিতে জয় একটিতে ড্র। এই আট ম্যাচে দলের গোল মেশিন হালান্ড মাত্র দুই গোলের দেখা পেয়েছেন। তার এই বাজে ফর্ম দলের ওপর প্রভাবে ফেলেছে। যা দলের কোচ পেপ গার্দিওলাকে চাপের মুখে ফেলে দিয়েছে। এমন সময় কোচের পাশে এসে দাঁড়িয়েছেন খেলোয়াড়রা। গত শনিবার অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হারের পর আর্লি হালান্ড বলেছেন, দলের বাজে অবস্থা সত্ত্বেও খেলোয়াড়রা কোচের পাশে রয়েছেন।
হালান্ড লিগে এ মৌসুমে ১৩ ম্যাচে ১৩ গোল করেছেন। গোল সংখ্যা প্রিমিয়ার লিগে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার সঙ্গী হয়ে আছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। তবে সময়টা ভালো যাচ্ছে না হালান্ডের। অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত তিনি মাত্র তিনটি গোল করেছেন।
কোচের পাশে থাকার বিষয়ে হালান্ড বলেন, প্রথমে আমি আমার কথা চিন্তা করছি। আমি মোটেও ভালো করতে পারছি না। আমি সুযোগ কাজে লাগাতে পারছি না। আমাকে আরও ভালো করতে হবে। এটা নিশ্চিত যে, আমাদের আত্মবিশ্বাস এখন নিচের দিকে। আমাদের সর্বশেষ ম্যাচে হারটা কোচের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। তবে আমরা কোচের পাশে আছি। গত সাত মৌসুমে তিনি ছয়টি লিগ শিরোপা জয় করেছেন। সুতরাং আমাদের সে সব ভুলে গেলে চলবে না। আশা করছি তিনি সমাধান খুঁজে বের করবেন। কোচের ওপর আমাদের আস্থা রাখতে হবে। আমাদেরও কঠোর পরিশ্রম করতে হবে।’
সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হারের ফলে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে চলে এসেছে। তাদেরকে হারিয়ে অ্যাস্টন ভিলা পঞ্চম স্থানে উঠে এসেছে।