টেক্সাটের আর্লিংটনে এবারের কোপা আমেরিকা ফুটবলের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করলো পেরু ও চিলি। এ-গ্রুপে থাকা কোপা ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার কানাডাকে ২-০ গোলে হারিয়ে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করে।
অন্য যে কোন দলের তুলনায় চিলি আর্জেন্টাইনদের কাছে এক দু:স্বপ্নের নাম। ২০১৫ ও ২০১৬ সালে পর পর অনুষ্ঠিত দুই আসরের ফাইনালে পেরুর কাছে হেরেই মেসির আর্জেন্টিনাকে শিরোপা বঞ্চিত থাকতে হয়েছিলো। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর নিজেদের মহাদেশীয় টুর্নামেন্টেও দুইবার ফাইনাল হেরে হতাশায়, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলেছিলেন লিওনেল মেসি।
