কোপার পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলো কানাডা

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট শুরু হয় কানাডার। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিরুদ্ধে জিতে সমর্থকদের খুশির উপলক্ষ্য এনে দিলো তাঁরা। দুর্দান্ত পারফরম্যান্সে পেরুকে চমকে দিয়েছে কানাডা। শেষ মুহূর্তে ম্যাচের একমাত্র গোলে পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখলো তাঁরা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পেরুকে ১-০ গোলে হারিয়েছে কানাডা। জোনাথন ডেভিডের পা থেকে আসে ম্যাচের একমাত্র গোলটি। তাতে হিসাবটা একদম সহজ হয়ে গিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে চলে গেছে লিওনেল মেসির দল।

এদিন গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধে খেলার গতিবিধি পরিবর্তন হয় ম্যাচের ৫৯ মিনিটে। মিগুয়েল আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় পেরু হয়েছে ১০ জনের দল। আর সুযোগটাই নিয়ে নেয় কানাডা। ৭৪ মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় তারা। দলে একজন কম নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি পেরু। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁদের।

Exit mobile version