কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা

ইতিহাস গড়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। গত তিন বছরে চারটি বড় শিরোপা জিতেছে লিওনেল স্কালোনির দল। এবারের আসরসহ দুটি কোপা, ফিনালিসিমা ও ২০২২ কাতার বিশ্বকাপ জয়।

ফলে স্বাভাবিক এবার চ্যাম্পিয়ন হওয়ায় কোপার সেরা একাদশেও আলবিসেলেস্তেদের দাপট থাকার কথা এবং তাই হয়েছে! তাই তো, সেরা একাদশে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। গতকাল বুধবার রাতে এই একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।

আর্জেন্টিনার পাঁচজন ছাড়া সেরা একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন খেলোয়াড় আছেন কলম্বিয়ার। ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডর থেকে একজন করে সুযোগ পেয়েছেন।

সেরা একাদশের আক্রমণভাগে মেসির সঙ্গী স্বদেশি লাউতারো মার্টিনেজ ও ব্রাজিলের রাফিনহা। কোপার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

এর আগে ১৪ জুলাই কোপা আমেরিকার রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। যেখানে লাউতারোর একমাত্র গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।

এর মধ্য দিয়ে লিওনেল স্কালোনির দল কোপায় রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা ঘরে তুলল।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনসন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপিয়ে (ইকুয়েডর), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), লিওনেল মেসি (আর্জেন্টিনা), লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা) ও রাফিনহা (ব্রাজিল)।

Exit mobile version