তারুণ্যের ব্রাজিলের কোপা আমেরিকা মিশন শুরু কাল

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে গত আসরের ফাইনাল হারের ক্ষত ভূলে নতুনভাবে, নতুন শক্তি নিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। অবশ্য এর আগেই আসরের অন্যতম সেরা হট ফেভারিট আর্জেন্টিনা জয় দিয়ে মিশন শুরু করেছে। তাই কোপা আমেরিকার দশম শিরোপা জয়ের জন্য তারুণ্যে তাজা ব্রাজিলের সামনে তাই জয় ছাড়া কোনো বিকল্প নেই।

বাংলাদেশি সময় মঙ্গলবার ভোরে চলতি কোপা আমেরিকায় যাত্রা শুরু করতে চলেছে ব্রাজিল। প্রতিপক্ষ কোস্টা রিকা।

প্রথাগত ব্রাজিলীয় ঘরানা ছেড়ে নতুন আঙ্গিকে দলকে খেলাতে চান দোরিভাল জুনিয়র। ব্রাজিলের এই নতুন কোচ আগেই নিজের এবং দলের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন ২০২৬ আমেরিকা বিশ্বকাপের আগে দলকে সার্বিকভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তাঁর। তারই প্রথম ধাপ হতে চলেছে চলতি কোপা।

তরুণ ব্রাজিলের অন্যতম মুখ ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগরকে চলতি কোপায় বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ।

সেই সঙ্গে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এই দুই তরুণ স্ট্রাইকার যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়।

এছাড়া মিডফিল্ডে লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজদের মতো প্রিমিয়ার লীগের তারকারাও আছেন।

আর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান কোচ লাইনআপ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জানিয়ে দিয়েছেন শুরুর একাদশে দুই নতুন মুখ রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক এডের মিলিতাও এবং অ্যাটলেটিকো মিনেইরোর ফুলব্যাক গুইলহার্মে আরনা থাকবেন।

অবশ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ১৭ বছর বয়সী এনড্রিক শুরুর একাদশে থাকবেন না বলে জানিয়েছেন ডোরিভাল। তবে দ্বিতীয়ার্ধে কিংবদন্তী পেলের সাথে তুলনায় থাকা নতুন এই ব্রাজিলিয়ান ‘রত্ন’-কে মাঠে দেখা যেতে পারে।

চোট পেয়ে আপাতত মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়রকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়ে দল গোছাতে চান দোরিভাল। বাদ পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। কোপায় খেলা হচ্ছে না স্ট্রাইকার রিচার্লিসনেরও। এছাড়া দরিভালের পরিকল্পনায় না থাকায় নেই আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তরুণ ব্রাজিলের উপরেই অগাধ আস্থা রাখছেন তিনি।

আশাহীনভাবে ভাসতে থাকা ব্রাজিলকে দরিভাল সাফল্যের বন্দরে পৌঁছে দিতে পারবেন কিনা, তার ইঙ্গিত মিলতে পারে কোস্টা রিকা ম্যাচ থেকেই। এবার একনজরে দেখে নেয়া যাক কোস্টা রিকার বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আর নয়বারের কোপা শিরোপাধারীদের সম্ভাব্য একাদশঃ

এডার মিলিতাও, মারকিনিওস, ইয়ান কৌতো, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, গুইলহার্মে আরনা, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজ, রাফিনহা এবং অ্যালিসন বেকার

Exit mobile version