কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থায় নেই বার্সেলোনা। প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরেছে বাজেভাবে। সঙ্গে যোগ হয়েছে ক্লাবে অন্তর্দ্বন্দ্ব। সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছেনা কাতালান ক্লাবটির। এই অবস্থায় কোপা দেল রে বার্সা সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

বৃহষ্পতিবার রাতে ইউনিওনিস্তাসকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে জাভির দল। অ্যাওয়ে ম্যাচের খেলায় তৃতীয় বিভাগের দলটিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

স্কোরশিট বলছে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। কিন্তু মূল চিত্র মোটেও তেমনটা নয়। বরং তৃতীয় বিভাগের দলটি বার্সেলোনাকে কাঁপিয়ে দিয়েছিল। ইউনিওনিস্তাস আগে গোল করে বিধ্বস্ত বার্সেলোনার অবস্থান নাজুক করে তুলেছিল। আলভারো গোমেজ ৩১ মিনিটে গোল করে ইউনিওনিস্তাসকে এগিয়ে নিয়েছিলেন। তবে বেশিক্ষণ তারা বার্সেলোনাকে অস্বস্তিতে আটকে রাখতে পারেনি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ফেরান তোরেস গোলে করে বার্সাকে সমতায় ফেরান। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় অ্যাওয়ে ম্যাচ খেলা জাভির দল।

প্রথমার্ধে দুই দল সমান তালে লড়লেও দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায় পার্থক্যটা চোখে পড়েছে। এ সময়ে স্বাগতিক দল দৌড়াদৌড়ি করেই সময় পার করেছে। আর বার্সেলোনা গোল উৎসব করেছে।

৬৯ মিনিটে জুলেস কুউন্দে বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পরপরই আলেহান্দ্রো বালদে ইউনিওনিস্তাসের ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ করে দেন।

বালদে ৭৩ মিনিটে স্কোরশিটে নাম তুলে বার্সেলোনাকে ৩-১ গোলে এগিয়ে নেন।

কোপা দেল রেতে সবচেয়ে সফল ক্লাব বার্সেলোনা ৩১বার শিরোপা জয় করেছে। তবে ২০২১ সালের পর আর এই শিরোপার দেখা পায়নি তারা। গত বছর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল।

কোয়ার্টার ফাইনালের ড্র আজ অনুষ্ঠিত হবে।

সিঙ্গেল পদ্ধতির খেলা আগামী সপ্তাহে শুরু হবে।

Exit mobile version