কোমোকে উড়িয়ে ট্রোফেও হুয়ান গাম্পার ট্রফি জয় করেছে বার্সেলোনা। রোববার বার্সেলোনার হুয়ান ক্রুয়েফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দল ৫-০ গোলে হারিয়েছে কোমোকে। এবার নিয়ে বার্সেলোনা ৪৭ বার এ ট্রফি জয় করলো।
বার্সেলোনার এ জয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধের শেষে ৪২ মিনিটে ও দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে গোল দুটো করেন তিনি। এ জোড়া গোলের মাঝ দিয়ে ইয়ামাল এ বছরের ব্যালন ডি অর জয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো করলেন।
মূলত প্রথমার্ধেই খেলা শেষ হয়ে যায়। এ অর্ধেই বার্সেলোনা ৪-০ গোলে এগিয়ে যায়। ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। অন্য গোলটি করেন রাফিনহা।
হুয়ান গাম্পার ট্রফি সাধারণত বার্সেলোনার লা লিগা মিশন শুরু আগে অনুষ্ঠিত হয়ে থাকে। আগষ্ট মাসেই অনুষ্ঠিত হয় একমাত্র ম্যাচটি। বার্সেলোনার বিপক্ষে অন্য কোনো লিগের শীর্ষ লিগের কোনো দল প্রতিপক্ষ হয়। এবার সেরি আতে উঠে আসা ইতালিয়ান ক্লাব কোমো খেলেছে। বার্সেলোনার প্রতিষ্ঠিত সদস্য, খেলোয়াড় ও পরবর্তী প্রেসিডেন্ট হওয়া গাম্পারের সম্মানে তৈরি নু্য ক্যাম্পে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
১৯৬৬ সালে প্রথমবারের মতো সে সময়ের বার্সেলোনার প্রেসিডেন্ট এনরিক লাউডেট এ ট্রফির আয়োজন করেন। গাম্পারের পরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন।
