কোমোকে হারিয়ে শীর্ষস্থানের লড়াইয়ে ইন্টার মিলান

মার্কাস থুরাম

ইতালি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে ভালোভাবে টিকে রয়েছে ইন্টার মিলান। সোমবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা কোমোকে ২-০ গোলে হারিয়েছে। এ মৌসুমে ইন্টার মিলানের এটা ১৬ ম্যাচে এগারতম জয়।

এ জয়ের ফলে ৩৭ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। আতালান্তা ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৩৮। তবে ইন্টার মিলান অন্য দুই দল থেকে একটা ম্যাচ কম খেলেছে।

ইন্টার মিলান শীর্ষস্থানের জন্য লড়ছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানি এড়ানোর লড়াই কোমোর। দুই দলের শক্তির ব্যবধানে বিস্তর হলেও এ ম্যাচে মিলানকে ছেড়ে কথা বলেনি। তাইতো গোলের জন্য মাথা কুটে মরতে হয়েছে শিরোপা প্রত্যাশী দলটিকে। প্রথমার্ধে তারা কোনো গোল আদায় করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কার্লোস অগাস্তা গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নেন। আর ইনজুরি সময়ে মার্কাস থুরাম গোল করে ইন্টার মিলানের সমর্থকদের মনে স্বস্তি এনে দেন। লিগে থুরামের এটা দ্বাদশ গোল।

কোমোর ছিল এটা ১৭ ম্যাচ দ্বাদশ হার। ১৫ পয়েন্ট তাদের। নিচের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে তারা।

Exit mobile version