ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়া

আফ্রিকান নেশন্স কাপ

আফ্রিকার ফুটবলে নাইজেরিয়া ও ক্যামেরুনের বৈরিতা দীর্ঘ দিনের। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। শনিবার রাতে আফ্রিকান নেশন্স কাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছিল দল দুটো। ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে নাইজেরিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

একইদিন অনুষ্ঠিত অন্য এক ম্যাচে নামিবিয়াকে ৩-০ গোলে হারিয়ে অ্যাঙ্গোলা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। জয়ী এ  দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২ ফেব্রুয়ারি এ ম্যাচটি মাঠে গড়াবে।

নাইজেরিয়ার হয়ে দুটো গোলই করেন আদেমোলা লুকমান। ৩৬ মিনিটে ও ৯০ মিনিটে গোল দুটো করেন তিনি। নাইজেরিয়া এবার নিয়ে ১৪ আসরের মধ্যে ১৩বার শেষ আটে বা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

কোয়ার্টার ফাইনালের ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবে মিসর। তাদের প্রতিপক্ষ কঙ্গো। একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে মুখোমুখি হবে ইকোয়াটোরিয়াল গিনি ও গিনি।

Exit mobile version