ক্যাম্প ন্যুতে বার্সার প্রত্যাবর্তন, ফ্লিকের সামনে নতুন চ্যালেঞ্জ

লা লিগার ব্যস্ত মৌসুমের মাঝেই বার্সেলোনার সামনে আসছে এক বিশেষ রাত। দীর্ঘ সংস্কার কাজের কারণে নির্বাসনে থাকা কাতালান ক্লাবটি অবশেষে ফিরছে নিজেদের ঐতিহাসিক ঘর ক্যাম্প ন্যুতে। নতুন করে সাজানো স্টেডিয়ামে ফিরেই কোচ হান্সি ফ্লিক চান দলের ছন্দ ফিরিয়ে এনে শিরোপা ধাওয়াটা শক্তভাবে শুরু করতে।

২০২৩ সালের মে মাসে শেষবার ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সেলোনা। তারপর নির্মাণকাজ আর বারবার বিলম্বে প্রায় এক বছর অলিম্পিক স্টেডিয়ামই ছিল তাদের অস্থায়ী আবাস। তাই নিজ মাঠে ফেরাটা ক্লাবের সকলের কাছে দারুণ স্বস্তির। ফ্লিক বলেন, নিজের ঘরে ফেরাটা খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করবে এবং যারা দিনরাত কাজ করে এই প্রকল্প শেষ করেছেন, তারা প্রত্যেকে কৃতিত্বের দাবি রাখেন।

মৌসুমের সূচনায় বার্সা বড় সমস্যায় ছিল রক্ষণভাগে। প্রথম নয় ম্যাচে ১৫ গোল হজম করায় দুশ্চিন্তা আরও গভীর হয়েছিল। আক্রমণভাগেও আগের ধার দেখা যাচ্ছিল না। তবে আগের লিগ ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে চার দুই গোলে জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। ফ্লিক মনে করেন, সেই ম্যাচের দ্বিতীয়ার্ধই তাদের ইতিবাচকভাবে এগিয়ে নেবে।

দলে ফিরছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, যিনি রক্ষণে স্থিতি আনতে পারেন। এদিকে সেল্টার বিপক্ষে হ্যাটট্রিক করা রবার্ট লেভানদোভস্কি পুরো ফিট, ফলে আক্রমণে বার্সা আরও ধারালো হবে।

তবে চ্যালেঞ্জও কম নয়। নিষেধাজ্ঞায় থাকায় মাঠে নামতে পারবেন না ফ্র্যাঙ্কি ডি ইয়ং। পেদ্রি এখনো ইনজুরিতে। ফলে মধ্যমাঠে নতুন কম্বিনেশন সাজাতে মার্ক কাসাদো ও দানি ওলমোর মতো খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হচ্ছে ফ্লিককে।

Exit mobile version