ক্যালিয়ারির সঙ্গে ড্র করেছে এসি মিলান

গোলের পর আলভারো মোরাতা

লিগ লড়াই থেকে বেশ আগেই ছিটকে পড়েছে এসি মিলান। তবে ভালো একটা অবস্থানে থাকার সুযোগ ছিল সাবেক চ্যাম্পিয়নদের। সে সুযোগও হাতছাড়া করছে দলটি। শনিবার তারা নিজেদের মাঠের খেলায় অবনমনের শঙ্কায় থাকা ক্যালিয়ারির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

গোলশূন্য প্রথমার্ধের পরপরই আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। কিন্তু বেশিক্ষণ এই গোলের আনন্দ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট ব্যবধানে গোল হজম করে এসি মিলান। নাদির জরটিয়া ৫৫ মিনিটে গোল করে এসি মিলানের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয়।

ক্যালিয়ারির সঙ্গে ড্র এসি মিলানের কোচ সার্জিও কনসেইকাওয়ের জন্য একটা আঘাতই বলা যায়। গত ৩০ ডিসেম্বর তিনি পাউলো ফনসেকার স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নিয়েই তিনি দলকে সাফল্য এনে দেন। গত সোমবার তিনি ইতালিয়ান সুপার কাপে ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জয়ের মাঝ দিয়ে একটা রেকর্ডও গড়েছেন। ১৯২৯-৩০ মৌসুমের পর এসি মিলানের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ট্রফি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। মাত্র দ্বিতীয় ম্যাচে শিরোপার দেখা পান। সেই উৎসবের মাঝে অবনমনের শঙ্কায় থাকা দলের কাছে পয়েন্ট হারিয়েছে তার দল।

এই ড্রয়ের ফলে এসি মিলান লিগে তাদের শেষ পাঁচ ম্যাচের মাত্র একটাতে জয় পেয়েছে। ২৮ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে এসেছে।

Exit mobile version