হামজা–জায়ানদের পথ ধরে জাতীয় দলে স্বপ্ন দেখেন ক্যাসপার হক
প্রবাসী ফুটবলার ক্যাসপার হক এর বাংলাদেশ দলের হয়ে খেলার দরজা যেন অনেকটাই খুলে গেল। হামজা-জায়ানদের পথ ধরে বাংলাদেশ ফুটবলে আরেক প্রবাসীর যাত্রা শুরু হতে যাচ্ছে। লিথুয়ানিয়ায় জন্ম, ইংল্যান্ডে বেড়ে ওঠা ক্যাসপার হক এবার নামছেন লাতিন বাংলা সুপার কাপে ‘রেড অ্যান্ড গ্রীন ফিউচার স্টারস’ এর হয়ে। সার্জিও রামোসের অনুরাগী এই ডিফেন্ডারের চোখে এখন শুধু এক স্বপ্ন , একদিন জাতীয় দলে বন্ধু জায়ান রহমান আর আইকন হামজা চৌধুরীর সাথে একসাথে বাংলাদেশের হয়ে খেলা।
ছয় মাসের ব্যবধানে ক্যাসপার এসেছেন দ্বিতীয়বারের মতো পিতৃভূমি বাংলাদেশে। গত জুনে বাফুফের অনূর্ধ্ব-২৩ দলের ট্রায়ালে অংশ নিতে এসে পাসপোর্ট না থাকায় মাঠে নামতে পারেননি। গত মাসে সেই জটিলতা কেটে গেছে। এবার সব প্রস্তুত, শুধু অপেক্ষা খেলার।
রেড অ্যান্ড গ্রীন ফিউচার স্টারসের ডিফেন্ডার ক্যাসপার বলেন,
জুনে ট্রায়ালে অংশ নিয়েছিলাম, কিন্তু পাসপোর্ট না থাকায় খেলতে পারিনি। এখন সব প্রস্তুতি আছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি।
ইংল্যান্ডের অষ্টম স্তরের ক্লাব উডলি ইউনাইটেডের এই সেন্টার-ব্যাকের অনুপ্রেরণা সার্জিও রামোস। সামনে সুযোগ এলে জাতীয় দলে হামজা চৌধুরী ও বন্ধু জায়ানের সঙ্গে রক্ষণে জুটি বাঁধার স্বপ্ন দেখেন তিনি।
শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে। তবে ক্যাসপারের চোখের উজ্জ্বলতা দেখে মনে হয়, লাল-সবুজ হয়তো তার ভেতরেই নতুন এক অধ্যায়ের প্রথম লাইন লিখে ফেলেছে।
