ক্রীড়াঅঙ্গনেও একই পদে দুই মেয়াদের বেশি নয়: ক্রীড়া উপদেষ্টা

দেশের ক্রীড়াঙ্গণেও একই পদ আকঁড়ে পড়ে থাকার নজির কম নয়। বছর পেড়িয়ে যুগের পর যুগ একই পদে ছিলেন অনেকে। এবার সেখানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একই পদে দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না কেউ।

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সাথে মতবিনিময়ে এই কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন,‘কোনো ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না। প্রতি বছর প্রতিটি ক্রীড়া সংস্থাকে তাদের আয়-ব্যায়ের অডিট রিপোর্ট এবং প্রগ্রেস রিপোর্ট জানাতে হবে, সঙ্গে নিশ্চিত করতে হবে সর্বস্তরের জবাবদিহিতা।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিন চার বার সভাপতি পদে টানা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে একই পদে টানা চার বার সভাপতি ছিলেন।

এছাড়া ২৭ বছর ধরে তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন মাহমুদুল ইসলাম রানা। কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব ৪৪ বছর ধরে সামলাচ্ছেন তাবিউর রহমান (পালোয়ান)। ৩৩ বছর ধরে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

Exit mobile version