ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করবেন সাফজয়ীরা

গতকাল নেপালের মাটিতে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ইতিহাস গড়া সেই শিরোপার ট্রফি হাতে নিয়ে আজ ঢাকায় ফিরেছেন মিরাজুলরা। সন্ধ্যায় সাফজয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় পা রেখেছে চ্যাম্পিয়ন যুবারা। সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে যাবেন তাঁরা। সেখানেই ক্রীড়া উপদেষ্টা আসিফের সাথে দেখা করবেন ইতিহাস রচয়িতারা। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সাফ জয়ের পর যুবাদের অভিনন্দন জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতলো বাংলাদেশ, ভবিষ্যত কাণ্ডারীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’

আসিফ মাহমুদ আরও বলেছেন,‘ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’

Exit mobile version