ক্রীড়া ফেডারেশনে পালাবদল; দুইজনকে অপসারণ একজনকে অব্যাহতি

দায়ীত্ব নেয়ার পর দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে ঢেলে সাজানোর কথা জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে সভাপতি-সাধারণ সম্পাদকদের অপসারণের প্রক্রিয়া। গতকাল বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে দাবা ফেডারেশন থেকে বেনজীর আহমেদ, কাবাডি ফেডারেশন থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং ব্রিজ ফেডারেশন থেকে সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেয়া হয়েছে।

এর আগে, গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।

দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়ীত্ব পালন করছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আর ব্রিজ ফেডারেশনের দায়ীত্ব পালন করছিলেন আলোচিত-সমালোচিত সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। প্রজ্ঞাপনে এদের মধ্যে প্রথম দুইজনকে অপসারণ ও জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়ার কথা বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর ২২ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত পাঠানো তিনটি ভিন্ন প্রজ্ঞাপনে বেনজীর ও আব্দুল্লাহ আল মামুনকে অপসারণ ও জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ করা হয়।

তিন ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হলেও এদের জায়গায় নতুন সভাপতি হিসেবে কাউকেই নিয়োগ দেয়া হয়নি।

এদিকে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদ্য সাবেক কমিশনার হাবিবুর রহমান। তাকে সরাসরি সরকারী আদেশে অপসারণ করা হয়নি। এই ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। এ- সংক্রান্ত নোটিশে স্বাক্ষর করেছেন এনএসসি সচিব আমিনুল ইসলাম।

Exit mobile version