উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল। কিন্তু শেষ হাসি তাদের হাসা হলো না, হাসলো ফ্রান্স। রোববার রাতে নিজেদের মাঠের খেলায় ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত সময়ের খেলায় ফ্রান্স ২-০ ব্যবধান জয় পাওয়ায় গোল গড় দাঁড়িয়েছিল ২-২।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে খেলা নিষ্পত্তি হয়নি। ষষ্ঠ শটে জয় পরাজয় নির্ধারণ না হওয়ায় দরকার হয় সপ্তম শটের। সেখানে ক্রোয়েশিয়ার ব্যর্থতার পর ফ্রান্সের সফলতার পর হলে ফ্রান্সের খেলোয়াড়রা আনন্দে মেতে ওঠে।
টাইব্রেকারে ক্রোয়েশিয়ার শুরুটা হয়েছিল বাজেভাবে। প্রথম শটেই তার গোল করতে ব্যর্থ হয়েছিল। প্রথম পাঁচ শটের মধ্যে তারা দুই বার লক্ষ্যভেদে ব্যর্থ হয়। ফ্রান্সের শুরুটা ভালো থাকলেও তারাও দুইবার ব্যর্থ হয়েছিল।
নির্ধারিত সময়ে ফ্রান্সের মাইকেল ওলিসে ও ওসমানে দেম্বেলে গোল করেছিলেন। ওলিসে ৫২ মিনিটে গোল করার পর দেম্বেলে ৮০ মিনিটে গোল করে ফ্রান্সের সম্ভাবনা ধরে রেখেছিলেন। ট্রাইব্রেকারের জয় সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়।
মাঠে ফ্রান্সের ছিল একচ্ছত্র আধিপত্য। ফ্রান্স মোট ২২ বার সুযোগ তৈরি করেছিল। সেখানে ১২০ মিনিটে ক্রোয়েশিয়া একটি বারের জন্য ফ্রান্সের জালে শট নিতে পারেনি।