ক্লদিও এচেভেরিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

বিশ্বকাপ বাছাই

বিশ্বকাপ বাছাই ফুবটলে আবার সরগরম হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এ মাসের আবার মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ফুটবলের লড়াই। চলতি মাসে দুই সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন দলটির কোচ। প্রাথমিক দলে রয়েছে তরুণদের আধিপত্য।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এ সময়ে চমক জাগানো ক্লদিও এচেভেরি। সম্প্রর্তি অনুর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ঝলক দেখিয়েছেন তিনি।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। ২৬ মার্চ তারা দ্বিতীয় ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ভোর ছয়টায় শুরু হবে ম্যাচটি।

প্রাথমিক স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।

Exit mobile version