ক্লাব কোনো হাসপাতাল নয়, নেইমারকে নিয়ে পালমেইরাস

নেইমার আর চোট যেনো একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ইনজুরির কারণে লম্বা একটা সময় মাঠের বাইরে তিনি। ইনজুরির কারণে ক্লাব ফুটবলে যেমন মাঠে নামতে পারছেন না, জাতীয় দলেও একই অবস্থা। ইনজুরির কারণে তার বর্তমান ক্লাব আল হিলাল তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। জল্পনা রয়েছে, নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিতে পারেন। ব্রাজিলের সাবেক অধিনায়ককে কিনতে নাকি স্বদেশি আরেক ক্লাব পালমেইরাস তোড়জোড় শুরু করেছে।

তবে পালমেইরাসের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরা। তাকে দলে নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। শুধু তাই নয়, নেইমারকে তাচ্ছিল্যও করেছেন তিনি। নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী লেইলা পেরেইরা বলেছেন, নেইমারকে পালমেইরাসে চাই না। এই ক্লাব কোনো হাসপাতাল নয়। আমি এমন কাউকে দলে চাই যে এখনই দলে যোগ দিতে পারবে, মাঠে নামতে পারবে। আনফিট কাউকে আমরা ক্লাবে নেব না।

সৌদির প্রো লিগেও সময় ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির কারণে দীর্ঘ প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। চলতি মাসের শুরুতে ফিরেছিলেন। কিন্তু তার ফেরাটা স্থায়ী হয়নি। পায়ে টান লাগায় মাঠ ছাড়তে হয়েছিল। যে কারণে তাকে আবার অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

Exit mobile version