ক্লাব ক্যারিয়ারে হ্যারি কেইনের ৪০০ গোল, ‘ডের ক্লাসিকো’য় জয় বায়ার্নের

ক্লাব ফুটবলে অসাধারণ মাইলফলক ছুঁলেন হ্যারি কেইন। নিজের ক্লাব ক্যারিয়ারের ৪০০তম গোল করে ইতিহাস গড়লেন এই ইংলিশ ফরোয়ার্ড। তার রেকর্ড গড়া রাতে ‘ডের ক্লাসিকো’য় চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন—যেটিই ছিল তার ক্লাব ক্যারিয়ারের ৪০০তম গোল। ৭৮তম মিনিটে মাইকেল ওলিসে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে ৮৪তম মিনিটে জুলিয়ান ব্রান্ডট গোল শোধ করলেও তা ডর্টমুন্ডকে রক্ষা করতে পারেনি।

এই জয়ে বুন্দেসলিগায় টানা সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে ডর্টমুন্ড।

ব্যক্তিগত দিক থেকেও কেইনের রাতটা ছিল স্মরণীয়। বায়ার্নের হয়ে তার গোলসংখ্যা এখন ১০৪। এর আগে টটেনহ্যাম হটস্পারের হয়ে করেছেন ২৮০ গোল, মিলওয়ালের হয়ে ৯, লেইটন ওরিয়েন্টের হয়ে ৫ এবং লেস্টার সিটির হয়ে ২টি গোল। চলতি মৌসুমেই ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে এটি তার ২২তম গোল।

Exit mobile version