আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর স্বাগতিক ভুটানের বিপক্ষে ফিফা উইন্ডোতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে আজ ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। যোগ দেয়া খেলোয়াড়দের মধ্যে আছেন অধিনায়ক জামাল ভূইয়াও। ২২ আগস্ট শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমের খেলোয়াড় রেজিস্ট্রেশনে কোন ক্লাবেই জায়গা পাননি দেশের ফুটবলের এই পোস্টার বয়।
ভুটানের মাটিতে অনুষ্ঠেয় ম্যাচের জন্য গত ২৪ আগস্ট ১৪ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করে বাফুফে। সে ফুটবলাররাই আজ ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকিরা যোগ দেবেন ২৯ আগস্ট। সে তালিকা অবশ্য বাফুফে প্রকাশ করেনি। এদের সবাই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। আগামী ৩০ আগস্ট ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
হ্যাভিয়ের ক্যাবরেরা ২৪ আগস্ট ঘোষিত দলে ডাক পাওয়া ফুটবলাররা হলেন:
গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ হোসেন সুজন ও মোহাম্মদ পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, ও সাকিল হোসেন।
মিডফিল্ডার: হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম, জামাল ভূইয়া ও জায়েদ আহমেদ।
স্ট্রাইকার: আকরাম ফয়সাল ও শাহরিয়ার ইমন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















