সৌদি আরবের জেদ্দায় নিজেদের ক্লাব ইতিহাসে প্রথম বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারায় সিটিজেনরা। ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।
আরও একটা বিশ্বজয়ের মঞ্চে ম্যাচের প্রথম মিনিটেই গোল আদায় করে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। শুরুর মতো খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন আলভারেজ।
২৭ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ হয় ফ্লুমিনেন্সের সেন্টারব্যাক নিনো ফ্লোরেনসিনোর আত্নঘাতি গোলে।
৭২ মিনিট ৩-০ গোলে এগিয়ে যায় উয়েফা চ্যাম্পিয়ন্সলিগের শিরোপা ধারীরা। ম্যাচের সেরা খেলোয়াড় আলভারেসের পাসেই গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।
৮ মিনিটে একপেশে ম্যাচটাকে আরও একপেশে করেন আলভারেজ। ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল তুলে নেন ২৩ বছর বয়সি এই স্ট্রাইকার।
এই শিরোপার মধ্য দিয়ে ক্যারিয়ারের সব মেজর ট্রফি জিতলেন মেসির জাতীয় দল সতীর্থ আলভারেজ। জাতীয় দলের হয়ে ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জয়। একই বছর উয়েফা চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা শিরোপা। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়। চলতি বছর জিতলের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা।
এদিকে, কোচ হিসেবে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা। প্রথম কোচ হিসেবে গার্দিওলার এটি চতুর্থ ক্লাব বিশ্বকাপ। তিনটি করে শিরোপা জিতে এতোদিন সমান্তরালে ছিলেন ইতালির কোচ কার্লো অ্যানচেলত্তির সাথে।
ক্লাব বিশ্বকাপ ইংল্যান্ডের ক্লাবগুলোর জন্য এই শিরোপা বাড়তি অনুপ্রেরণা। চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতলো ম্যানচেস্টার সিটি। এর আগে এটি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর এফএ কাপেরও শিরোপা জেতে চেলসি। উয়েফা সুপার কাপের পর জিতলো ক্লাব বিশ্বকাপের শিরোপাও। ইংল্যান্ডের কোন ক্লাব হিসেবে এক মৌসুমে সব ধরণের শিরোপাই জিতলো ম্যানচেস্টার সিটি।
ক্লাব বিশ্বকাপ প্রতিযোগিতা হিসেবে ইউরোপীয় ক্লাবগুলোর জন্য খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও এখানে আসার প্রক্রিয়াটাই কঠিন। হতে হবে মহাদেশ সেরা। যা কিনা ম্যানচেস্টার সিটি-ই হয়েছে প্রথমবারের মতো। ফলে তাদের কাছে এই শিরোপা জয়ের গুরুত্ব অনেক বেশি। বড় না হলেও এখানে আসার প্রক্রিয়াটা