উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে শুভ সূচনা করেছে অ্যাস্টন ভিলা। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচ তারা ৩-১ গোলে ক্লাব ব্রুগকে হারিয়েছে।
অ্যাস্টন ভিলার নাটকীয় জয় বলা যায় এটিকে। ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৮২ মিনিট পর্যন্ত ম্যাচে ফল ১-১ ছিল। কিন্তু নিজেদের কপাল নিজেরাই পোড়ালো ক্লাব ব্রুগ। ৮২ মিনিটে আত্মঘাতি গোল হজম করে তারা। আর ৮৮ মিনিটে পেনাল্টি থেকে আরও এক গোল পায় অ্যাস্টন ভিলা।
পেনাল্টি থেকে গোল করেন মার্কো অ্যাসেনসো। আর ৮২ মিনিটে আত্মঘাতি গোল করেন ব্রান্ডন মেচেলে। এর আগে তৃতীয় মিনিটে লিও বেইলির গোলের এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। বেশিক্ষণ এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। ম্যাক্সিম ডি কিউপার গোল করে সমতায় ফিরিয়েছিলেন।
আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও ক্লাব ব্রুগ। উভয় লেগ শেষে জয়ী দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। সেখানে তারা লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















